ফ্যাসিবাদের দোসরদের অপপ্রচারের প্রতিবাদে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদের দোসরদের অপপ্রচারের প্রতিবাদে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদের দোসরদের অপপ্রচারের প্রতিবাদে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভা অনুষ্ঠিত ‎

‎এইচ এম মাহমুদ হাসান ‎ ‎

ফ্যাসিবাদের দোসরদের অপপ্রচারের প্রতিবাদে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধভাবে সমিতি পরিচালনা, অর্থ আত্মসাৎ ও হিসাব গোপনের অভিযোগের প্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়। ‎ ‎সভায় বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা ভুয়া কমিটি গঠন করে সমিতির সম্পদ লুট করেছে এবং কোনো সদস্যপদ বা আর্থিক হিসাব প্রকাশ করেনি।

ফ্যাসিবাদের পতনের পর আজীবন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এজিএমে গণতান্ত্রিকভাবে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানান বক্তারা। ‎ ‎সভায় সভাপতিত্ব করেন বিচারপতি ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্যবৃন্দ। ‎

‎বক্তারা বলেন, “গত ১৬ বছর যারা চট্টগ্রাম সমিতির সম্পদ লুট করেছে, তারা এখন পুনরায় সমিতি দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।” ‎ ‎সভায় গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে সমিতি পরিচালনার আহ্বান জানানো হয় এবং চট্টগ্রাম সমিতিকে নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

‎ ‎সভায় উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক এম এ হাশেম রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর মুসা খান, সদস্য সচিব অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান মন্টু, নাসির উদ্দীন মিজান, মুবিনুল ইসলাম, মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, প্রফেসর মোহাম্মদ হাসান,

মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, জহির আহমেদ, নাদিম চৌধুরী, নূরুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান, মাসুম শিকদার, সাংবাদিক বাকের হোসেন, জসীম উদ্দীন, সেলিম উদ্দীন, ডা. সুলতানা সেলিনা আলতামাদেলিল, শাহনেওয়াজ চৌধুরী শাজনে ভালু, মাসুমুর রহমান প্রমুখ।